মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 28, 2025 11:40 AM

printer

দেশে কয়লা আমদানির পরিমাণ ২০২৪- ২৫ অর্থবছরে, তার আগের অর্থবছরের তুলনায় ৭.৯ শতাংশ কমেছে।

দেশে কয়লা আমদানির পরিমাণ ২০২৪- ২৫ অর্থবছরে, তার আগের অর্থবছরের তুলনায় ৭.৯ শতাংশ কমেছে। কয়লা মন্ত্রকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ২০২৪ – ২৫ অর্থবছরে দেশে কয়লা আমদানি হয়েছে ২৪ কোটি ৩০ লক্ষ টন যা তার আগের অর্থবছরে ছিল 26 কোটি 45 লক্ষ টনের বেশি। মন্ত্রক আরো জানিয়েছে, কয়লা আমদানি হ্রাস পাওয়ার ফলে বিদেশী মুদ্রার সঞ্চয় হয়েছে প্রায় ৭৯৩ কোটি ডলার। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২০২৪- ২৫ সালে তার আগের বছরের তুলনায় ৩. ০৪ শতাংশ বেড়েছে এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কাজে লাগাবার জন্য কয়লার আমদানি  ৪১ দশমিক চার শতাংশ কমেছে। মঞ্চক জানিয়েছে কয়লা উৎপাদন এবং আমদানি হ্রাসের মতো বিভিন্ন উদ্যোগের ফলে কয়লার উৎপাদন, ২০২৪- ২৫এ তার আগের অর্থবছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি যা বেশ উৎসাহব্যাঞ্জক।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন