কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকার আরো দু-শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সাংবাদিকদের বলেন, এবছর পয়লা জানুয়ারী থেকে বর্ধিত মহার্ঘ্যভাতা কার্যকর হবে। এর ফলে উপকৃত হবেন ৪৮ লক্ষ ৬৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৬ লক্ষ ৫৫ হাজারের’ও বেশী পেনশনভোগী।
উল্লেখ্য, বর্তমানে মহার্ঘ্যভাতার হার ৫৩ শতাংশ। বৃদ্ধির পর তা’ বেড়ে হবে ৫৫ শতাংশ।
Site Admin | March 28, 2025 9:16 PM
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকার আরো দু-শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে।
