সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করতে ভারতের অবিচল প্রতিশ্রুতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরতে সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দলটি আজ ডেনমার্কের সংসদের বিদেশ নীতি বিষয়ক কমিটির চেয়ারপারসন ক্রিশ্চিয়ান ফ্রিস বাচ এবং সাংসদ ট্রাইন পেরটো মাচের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি জানান, ডেনমার্ক সন্ত্রাসবাদের সমস্যাটি বুঝতে পেরেছে এবং এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে।
লাতভিয়া সফররত DMK সাংসদ কানিমোরির নেতৃত্বাধীন দলটি আজ রিগায় জাতীয় গ্রন্থাগারে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। ৬ সদস্যের দলটি, লাতভিয়ার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি, রাষ্ট্রসংঘে লাতভিয়ার স্থায়ী প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন।
BJP সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা এবং NCP-SCP সাংসদ সুনিপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দল দুটি আলজেরিয়া এবং ইথিওপিয়ায় পৌঁছেছে।