রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস ২০২৫ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত এরাজ্যের বিশিষ্টজনদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ২৭শে মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। রাজ্যপাল নিজের শুভেচ্ছা বার্তায় বলেছেন, যাঁরা এই সম্মানে ভূষিত হয়েছেন, তাঁরা প্রত্যেকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রেখে দেশের গৌরব বৃদ্ধি করেছেন।
এই সম্মানপ্রাপ্তরা রাজ্যের গর্ব এবং তাঁদের কাজ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও রাজ্যপাল জানিয়েছেন।