মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2025 9:44 PM

printer

ভারতের হারভিন্দর সিং এশিয়ান প্যারা তিরোন্দাজী প্রতিযোগিতায় সোনা পেয়েছেন।

ভারতের হারভিন্দর সিং এশিয়ান প্যারা তিরোন্দাজী প্রতিযোগিতায় সোনা পেয়েছেন। চীনের বেজিংয়ে আজ পুরুষদের রিকার্ভ বিভাগে প্যারিস প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন হারভিন্দর সোনা পেয়েছেন, এছাড়া তিনি ও ভাবনা জুটি মিক্সড রিকার্ভ বিভাগে সোনা জেতেন। মহিলাদের কম্পাউন্ড বিভাগে ভারতের জ্যোতি ইন্দোনেশিয়ার ফেরেলি কে ১৪৪-১৩৩ স্কোরে পরাজিত করে ব্রোঞ্জ পেয়েছেন।
ভারতের মেসম সিংহি নবম দক্ষিণ এশীয় ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জেতেন। শ্রীলঙ্কার কলম্বোয় তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে তিনি চ্যাম্পিয়ন হন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন