বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি জানিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তার তার মুখ্য পরিচালন আধিকারিক বা সিওও। পিটিশনে তারা জানিয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাকাডেমি এবং অন্য আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড প্রস্তাবিত ভিকট্রি প্যারেডের ঘোষণা করেছিল। কিন্তু ৪ তারিখ সকালে আরসিবি কর্তাদের মৌখিক ভাবে জানানো হয় যে, ভিকট্রি প্যারেডের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে পুলিশ। ওই সময়ই আরসিবি কর্তাদের এ-ও জানানো হয় যে, কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী আরসিবির জয় নিয়ে বিধান সৌধে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। পিটিশনে উল্লেখ করা হয়েছে, ওই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আরসিবি ক্রিকেটার ও কর্মীদের শুধু আমন্ত্রণ জানানো হয়নি, বিধান সৌধে জনসাধারণকেও আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
Site Admin | June 9, 2025 4:09 PM
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজের আর্জি জানিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
