পাঁচ দেশীয় সফরের পরবর্তী পর্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাষ্ট্রপতি জেভিয়ার মিলেই-এর আমন্ত্রণে আর্জেন্টিনা সফর করবেন। গত ৫৭ বছরের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রী এই প্রথম দ্বিপাক্ষিক আর্জেন্টিনা সফর। দুই দেশের মধ্যে আলোচনায় সামরিক কৌশলগত সম্পর্ক বাড়ানো এবং সহযোগিতার নতুন দিক খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে এবং জি-টোয়েন্টিতে আর্জেন্টিনা, ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী দেশ। বিভিন্ন ক্ষেত্রে দু-দেশের মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে। ২০১৯ সালে দুদেশের মধ্যে সামরিক কৌশলগত সম্পর্কের উন্নতি হয়। গত বছর ভারত – আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কের ছিল ৭৫ বছর।
আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আর্জেন্টিনায় ভারতের দায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রদূত অজনিশ কুমার প্রধানমন্ত্রীর সফরকালে সম্ভাব্য আলোচনার রূপরেখা বর্ননা করেন।
ভারতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো ককিনো বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্হান তাকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেন।