মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 27, 2025 8:58 PM

printer

দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এর মোকাবিলায় কলকাতা পুরসভা সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন।

দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এর মোকাবিলায় কলকাতা পুরসভা সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন। পুরভবনে আজ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ডেপুটি মেয়র সাংবাদিক বৈঠকে বলেন, প্রতিটি ওয়ার্ডেই স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করা হয়েছে। মর্নিং ডেটা কালেক্টররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। পুরস্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে কেউ ভুগছেন কিনা। করোনার এই ভ্যারিয়েন্ট সেই অর্থে প্রাণঘাতী না হলেও এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। নিজেদের সংক্রমণ মুক্ত রাখতে শহরবাসীকে তিনি নিয়মিত হাত ধোওয়া, মাস্ক পড়া ও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। শহরের প্রতিটি পুরস্বাস্থ্য কেন্দ্রে এই সম্পর্কিত নির্দেশিকা দেওয়া হবে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গে ১৪ জন এবং এর মধ্যে কলকাতায় এখনও পর্যন্ত ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। রাজ্য সরকার করোনা সংক্রান্ত নতুন নির্দেশিকা পাঠালে, সেই অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন