দূষণ প্রতিরোধে রাজ্য সরকার পুনর্ব্যবহার যোগ্য প্লাস্টিক বাধ্যতামূলক করার উপর জোর দিচ্ছে। প্লাস্টিক দূষণ আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্য সরকার আয়োজিত মূল অনুষ্ঠানে তিনি একথা জানান। এবছরের অনুষ্ঠানের মূল ভাবনা প্লাস্টিক দূষণ প্রতিরোধ। নিজের ভাষণে চন্দ্রিমা দেবী, পরিবেশ রক্ষায় রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এই উদ্যোগের কলকাতায় বায়ু দূষণের হার কমিয়ে আনা এবং , নমামী গঙ্গে প্রকল্পের আওতায় হুগলী নদীর দূষণ হারে লাগাম টানার কথা উল্লেখ করেন।
পরিবেশ দপ্তর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, পরিবেশ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন, পরিবেশ দপ্তরের সদস্য সচিব জগদীশ প্রসাদ মীনা, পশ্চিমবঙ্গ, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রফেসর অজয় কুমার রায়, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য বিভাগের চেয়ারম্যান হিমাদ্রী শেখর দেবনাথ প্রমুখ পরিবেশ রক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। গাছে জল দান করে এই অনুষ্ঠানের সূচনা করা করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের প্রায় ৪০টি স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং বহু শিল্পপতি আমন্ত্রিত ছিলেন।