কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে বহুদলীয় প্রতিনিধি দলটি আজ কলম্বিয়ায় বিদেশমন্ত্রকের উপমন্ত্রী রোজা ইয়োলান্ডা ভিলাভিসেন্সিও ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী থারুর বলেন, সাম্প্রতিক ঘটনায় ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ও নিহত সন্ত্রাসবাদীদের জন্য কলম্বিয়ার বার্তায় হতাশা প্রকাশ করেন। এরপরই, কলম্বিয়া সরকার তাঁদের বক্তব্য প্রত্যাহার করে নেয়।
কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ভারত ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির সাথে সম্পর্ককে মূল্যবান মনে করে। পাশাপাশি, উন্নয়নশীল দেশগুলির সঙ্গেও ভারত যোগাযোগ দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে।