কংগ্রেস নেতা রাহুল গান্ধী অপারেশন সিন্দুর নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, রাহুল গান্ধি যেভাবে সশস্ত্র বাহিনীর সফলতাকে সমর্পণ হিসেবে উল্লেখ করেছেন, তা তাদের বীরত্ব ও আত্মত্যাগের অবমাননা। ২৬/১১ মুম্বই হামলার পর
ইউপিএ সরকার বলেছিল, পাকিস্তানের সঙ্গে আলোচনায় জঙ্গি কার্যকলাপের কোনো প্রভাব পড়বে না। তিনি এটিকে সমর্পণ বলে উল্লেখ করেন।