ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক RBI আজ দ্বি বার্ষিক মূদ্রা নীতি ঘোষনা করবে। রেপোরেটে ছাড়ের বিষয়ে আর বি আই গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরহিত্যে গত বুধবার মূদ্রানীতি সংক্রান্ত কমিটি ৩ দিনের বৈঠকে বসে। অর্থনীতিবদ ও শিল্প বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় ব্যাঙ্ক, রেপোরেটে তৃতীয়বার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ৭/৫ শতাংশে আনা হতে পারে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন একটি রিপোর্টে এই হার ৫০ বেসিস পয়েন্ট কমানো হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দু দফায় রেপোরেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের নীচে নিয়ে আসা হয়েছে।