বিকাশ ভবনে গতকাল শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে আলাদা বৈঠক করে চাকরিহারা শিক্ষকদের আরেকটি সংগঠন। ওই সংগঠনের বক্তব্য, তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, তা তাঁরা জানতে চেয়েছিলেন। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে সরকার কি পদক্ষেপ করবে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সংগঠনের সভাপতি মৃন্ময় মন্ডল বৈঠকের পর জানান, নতুন করে তাঁরা আর পরীক্ষা দেবেন না। আইনি পথেই তাঁদের চাকরি সুনিশ্চিত করতে হবে সরকারকে। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও তাঁরা চিঠি দিয়েছেন।
Site Admin | May 27, 2025 8:43 AM
বিকাশ ভবনে গতকাল শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে আলাদা বৈঠক করে চাকরিহারা শিক্ষকদের আরেকটি সংগঠন।
