প্রসার ভারতীর দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম PB SHABD – এ নিবন্ধিকরণের জন্য youtuber, podcaster এবং ভিডিও এডিটরদের আহ্বান জানানো হয়েছে। কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিত ভাবে ব্যবহার করা যায়, তার জন্য একটা সর্বজনীন উৎস হল PB SHABD। Youtuber, ভিডিও নির্মাতাদের জন্য বিনামূল্যে দেওয়া কন্টেন্ট ৬০টি এডিট ডেস্কের অধীনে এখানে পাওয়া যাবে। দূরদর্শন এবং আকাশবাণীর মত বিশ্বস্ত সূত্রের তথ্যভান্ডার, সারা দেশের নিউজ পোর্টালগুলি এর মাধ্যমে হাতের নাগালে পেতে পারে।
Site Admin | May 30, 2025 10:02 AM
প্রসার ভারতীর দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম PB SHABD – এ নিবন্ধিকরণের জন্য youtuber, podcaster এবং ভিডিও এডিটরদের আহ্বান জানানো হয়েছে।
