প্রধানমন্ত্রী তাঁর গুজরাত সফরের দ্বিতীয় দিনে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে গুজরাত Urban Growth Story র কুড়ি বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সেই সঙ্গে ২০২৫ নাগরিক উন্নয়ন বর্ষেরও সূচনা করবেন। একটি জনসভাতে ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর। গুজরাতের নাগরিক চিত্র আরও পরিকল্পনা মাফিক করে উন্নত মানের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতেই ২০০৫ সালে এই উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নাগরিক উন্নয়ন বর্ষ সূচনার দু দশক পূর্তি হল।
শ্রী মোদী আজ গান্ধীনগরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুজরাতের নাগরিক উন্নয়নের জন্য একগুচ্ছ নতুন উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। এই তালিকায় রয়েছে, দীর্ঘমেয়াদী জীবনযাত্রার লক্ষ্যে বায়ু দূষণের মাত্রা কমাতে clean air program সহ একাধিক নাগরিক উন্নতি মূলক প্রকল্প। তিনি উদ্বোধন করবেন ৫ হাজার ৫৩৬ কোটি টাকার বেশি মূল্যের প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বেশ কিছু প্রকল্প। সেই সঙ্গে ১ হাজার ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাইশ হাজার বাড়ির উদ্বোধন করবেন। এর পাশাপাশি সুরাটে কাঙ্করা- খাদি নদী সংলগ্ন অব্যবহৃত জমিতে বায়ো ডাইভার্সিটি পার্ক বা জীব বৈচিত্র্য উদ্যানের উদ্বোধন করবেন তিনি। এটি তৈরিতে খরচ হয়েছে ১৪৫ কোটি টাকা। স্বর্নিম জয়ন্তী মুখ্যমন্ত্রী শহেরি বিকাশ যোজনার আওতায় ৩ হাজার ৩ শো কোটি টাকা মঞ্জুর করবেন।