কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান, গতকাল ওড়িশার পুরি জেলার সাক্ষী গোপাল থেকে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযানে’র সূচনা করেন। তিনি বলেন, এই অভিযান বিজ্ঞানী এবং কৃষকদের মধ্যে দ্বিমুখী যোগাযোগকে উৎসাহিত করে । কৃষকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন সে সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করার পাশাপাশি বিজ্ঞানীরা তাদের গবেষণা ও প্রযুক্তিগত অন্তর্দৃষ্টি ভাগ করে নেবেন। ‘ল্যাব টু ল্যান্ড’ অর্থাৎ গবেষণাগার থেকে চাষজমির মধ্যে সংযোগ জোরদার করতে ক ২০টি রাজ্য সফর করবেন তিনি।
ইতিমধ্যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়েছে।