এক সপ্তাহ বন্ধ থাকার পর দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আগামী সোমবার ৭ই জুলাই থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতি পাওয়ার পর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। ক্লাস চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ছাত্রছাত্রীদের মধ্যে।
অন্যদিকে, কসবার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলেজে বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে কড়া নিয়ম চালু করেছে কলকাতার আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, দক্ষিণ কলকাতার কসবা ল’কলেজে গনধর্ষনের ঘটনার গতকাল পুনর্নির্মাণ করা হয়। কলকাতা পুলিশর সিটের সদস্য ও লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা মনোজিত মিশ্র সহ আরো তিন অভিযুক্তকে সেখানে নিয়ে গিয়ে ঘটনার পুনরনির্মান করেন। প্রায় চার ঘন্টা বেশী সময় ধরে ঐ কাজের সময় বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রাখে।
এর আগে ঐ তরুণীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করেছিল পুলিশ।
এদিকে পুলিশ নিখুঁতভাবে তদন্তের জন্য গোটা কলেজে থ্রি ডি ম্যাপিং-এর কাজ শুরু করেছে।
অন্যদিকে, গত ২৫শে জুনের ঐ ঘটনায় নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দোপাধ্যায়কে পুলিশি হেফাজতের মেয়াদ শেষে আজ ফের আদালতে তোলা হয়।তাকে ৮ই জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে।
এর আগে তিন অভিযুক্ত মনোজিত মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জইব আহমেদকে ৮ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।