একাদশতম আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপনে প্রস্তুতি হিসেবে নতুন দিল্লীতে এক আন্তঃমন্ত্রক কমিটি বৈঠকে বসে। গতকাল আয়োজিত এই বৈঠকে প্রধান মন্ত্রকের বরিষ্ঠ মন্ত্রীবর্গ, আয়ুস প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষের আধিকারিকরাযোগ দেন। সুস্বাস্থ্যের লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে এবং সকলের অংশগ্রহন সুনিশ্চিত করতে আধিকারিকরা আলোচনা করেন। আয়ুস মন্ত্রী প্রতাপরাও যাদব, যোগকে বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গীর প্রসারে সরকারের গৃহীত উদ্যোগের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস শুধুমাত্র উদযাপন নয়, এটি একটি আন্দোলন যা সার্বিক সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে অভিন্ন দায়বদ্ধতার ভাবনায় মন্ত্রক, প্রতিষ্ঠান এবং নাগরিককে একই সঙ্গে আবদ্ধ করে।
Site Admin | May 29, 2025 5:41 PM
একাদশতম আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপনে প্রস্তুতি হিসেবে নতুন দিল্লীতে এক আন্তঃমন্ত্রক কমিটি বৈঠকে বসে।
