রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু তার বার্তায় বলেছেন, দীপাবলি ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব এবং অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তা পালিত হয়। তিনি আরও বলেন, এই উৎসব অন্ধকারের উপর আলোর, অজ্ঞতার উপর জ্ঞানের এবং মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। দীপাবলি আত্ম-প্রতিফলন এবং আত্ম-উন্নতির একটি উপলক্ষ। সেইসঙ্গে, পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্বের বার্তা দেয় এই আনন্দের উৎসব । রাষ্ট্রপতি সকলকে নিরাপদে, দায়িত্বশীলভাবে এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে দীপাবলি উদযাপন করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণণ, সকলের শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এক বার্তায় দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দীপাবলি উপলক্ষে সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে, শ্রী শাহ দেশবাসীর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য ভগবান রামের কাছে প্রার্থনা করেছেন।