১৩৪ তম ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধন করবেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ২৩শে জুলাই যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড এফ সি-র বিরুদ্ধে খেলবে। ফোর্ট উইলিয়ামে আজ এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একথা জানিয়েছেন।
পূর্বাঞ্চলীয় সেনা প্রধান লেফট্যানেন্ট জেনারেল মোহিত মালহোত্রা জানান, মোহনবাগান,ইস্টবেঙ্গল,মহামেডান স্পোর্টিং,ডায়মন্ড হারবার এফসি সহ মোট ২৪ টি দল এবারের ডুরান্ড কাপে খেলবে। দুটি বিদেশী দল ত্রিভুবন আর্মি ও মালয়েশিয়ার সেনা এবার অংশ নেবে। তিনি জানান এবার মোট পুরস্কার মূল্য বাড়িয়ে তিন কোটি টাকা করা হয়েছে। অনুষ্ঠানে মেজর জেনারেল রাজেশ অরুণ মোগে উপস্থিত ছিলেন।
কলকাতার যুব ভারতী, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ছাড়া কোকরাঝার, ইম্ফল, শিলং, জামশেদপুরে খেলগুলি আনুষ্ঠিত হবে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন দলকে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস কাপ দেওয়া হবে।