১০ পর্বতারোহীর একটি দল, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করেছেন। ৮’হাজার ৫৮৬ মিটার উঁচু কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ স্থানীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বহু পর্বোতারোহী এই শৃঙ্গ জয় করতে ভয় পেয়ে থাকেন। বহু বছর ধরেই কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয়, পর্বতারোহীদের কাছে স্থানীয় বিশ্বাসের কারণে নিষিদ্ধ। ১৯৫৫ সালে প্রথম এই শৃঙ্গ জয়ের কাছাকাছি পৌঁছন দুই পর্বতারোহী জো ব্রাউন এবং জর্জ ব্যান্ড। কাঞ্চনজঙ্ঘা বিজয় চিরকালই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বলে গণ্য হয়ে এসেছে।
Site Admin | May 11, 2025 10:06 PM
১০ পর্বতারোহীর একটি দল, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করেছেন।
