চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান সামরিক ও সাংবিধানিক পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করেছে। গতকাল পুনেতে এক অনুষ্ঠানে CDS বলেন, গত এপ্রিলে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর পাকিস্তানকে বাধ্য করেছিল, সাংবিধানিক সংশোধনের পথে যেতে। সেদেশের সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধনের মধ্য দিয়ে পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে।
চেয়ারম্যান, জয়েন্ট চিপস্ অফ স্টাপ কমিটির পরিবর্তে চিফ অফ ডিফেন্স ফোর্সেস – CDF পদ তৈরি করা হয়েছে। জেনারেল চৌহান বলেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, একমাত্র সেনা প্রধানই CDF-কে নিয়োগ করবেন। এরফলে একজন ব্যক্তির হাতে বিরাট ক্ষমতা কেন্দ্রিভূত হবে। যিনি স্হল ও যৌথ অভিযান, কৌশলগত বাহিনী ও নতুন তৈরি হওয়া রকেট ফোর্সের ওপরেও নজরদারি করবে।