মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 18, 2025 9:18 AM

printer

সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের সফরসূচি ও সাংসদদের নাম ঘোষণা করেছেন। 

সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের সফরসূচি ও সাংসদদের নাম ঘোষণা করেছেন। 

বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে প্রথম দলটি সৌদি আরব, বাহারিন,কুয়েত এবং আলজেরিয়া সফর করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিজেপির নিশীকান্ত দুবে এবং AIMIM এর সাংসদ আসাদুদ্দীন ওয়েসী।

বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বে দ্বিতীয় দলটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয় ইউনিয়ন, ইতালি এবং ডেনমার্ক সফর করবেন।

তৃতীয় দলের নেতৃত্ব দেবেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। এই দলটি ইন্দোনেশিয়া,মালায়েশিয়া,দক্ষিণ কোরিয়া,জাপান এবং সিঙ্গাপুর সফর করবেন। এই দলের অনান্য সদস্যরা হলেন,সিপিআইএমের জন ব্রিত্ত্স এবং তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। 

শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ সিন্ডের নেতৃত্বে চতুর্থ দলটি সংযুক্ত আরব আমিরশাহী,লিবেরিয়া,কঙ্গো এবং সিউদি লিয়োন সফর করবেন। এই প্রতিনিধি দলে থাকছেন বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ এবং বিজেডির সস্মিত পাত্র।

পঞ্চম দলের নেতৃত্ব দেবেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, গায়না, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবেন।

ডিএমকে সাংসদ কানিমোড়ি করুনানিধির নেতৃত্বে ষষ্ঠ দলটি স্পেন, গ্রীস, স্লোভানিয়া, লাটভিয়া এবং রপাশিয়া সফরে যাবে।

সপ্তম দলের নেতৃত্ব দেবেন এনসিপি (এসসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর) সাংসদ সুপ্রিয়া শুলে। দলটি মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। এই দলের অন্যান্য সদস্যরা হলেন বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডী এবং অনুরাগ সিং ঠাকুর। কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারিও এই দলে থাকছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।