শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে ভারত মহিলাদের ত্রিদেশীয় একদিনের ক্রিকেট সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ফাইনাল ম্যাচে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪২ রান করে। স্মৃতি মান্ধানা ১১৬, হারলিন দেওল ৪৭, জেমাইমা রড্রিগেজ ৪৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সুগন্দিকা কুমারী, দেয়মি বিহঙ্গা, মালকি মাদারা দুটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৮ ওভার ২ বলে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক চামারি আতাপাত্তু ৫১, নীলাক্ষী ডি সিলভা ৪৮, ভীষ্মী গুনারত্নে ৩৬ রান করেন। ভারতের হয়ে স্নেহ রানা চারটি, আমানজ্যোত কউর তিনটি উইকেট নিয়েছেন। স্মৃতি মান্ধানা ম্যাচের সেরা হয়েছেন। স্নেহ রানা সিরিজের সেরা হয়েছেন।