রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নদীয়ার কল্যাণীতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইএমস-এর প্রথম সমাবর্তনে যোগ দিয়েছেন। দীক্ষান্ত ভাষণে রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরনো ডাক্তারদের দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। নদীয়া জেলা চৈতন্য মহাপ্রভু, নীলদর্পনের লেখক দীনবন্ধু মিত্র, বিপ্লবী বাঘাযতীন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের মত মহান ব্যক্তিত্বদের পূণ্য ভূমি বলে উল্লেখ করে শ্রীমতি মুর্মু বলেন, কল্যাণী এইমসকেও সেই ধারা বয়ে নিয়ে যেতে হবে। টিকাকরণের দিক থেকে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও রাষ্ট্রপতি এদিন মন্তব্য করেছেন।
তিনি প্রধান অতিথি হিসাবে আজ ৪৮ জন এমবিবিএস স্নাতক এবং ৯ জন স্নাতোকত্তর সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষিতদের হাতে ডিগ্রি তুলে দেন।
কল্যাণী থেকে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যান। তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের ঘর দর্শনের পাশাপাশি লোকমাতা রাণী রাসমণী, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচী রয়েছে রাষ্ট্রপতির। এরপর তিনি ঝাড়খন্ডের দেওঘরের উদ্দেশে রওনা দেবেন।