মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 30, 2025 6:04 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে এসেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। দুপুরে বিশেষ বিমানে কলকাতায় অবতরণের পর তিনি সরাসরি হেলিকপ্টারে কল্যাণীর এইমসে পৌঁছন। সেখানে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণের পাশাপাশি মোট ৪৮ জন শিক্ষার্থীকে এমবিবিএস ডিগ্রী প্রদান করেন শ্রীমতী মুর্মূ। স্বাস্হ্য ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথা রাষ্ট্রপতি তাঁর ভাষণে তুলে ধরেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ অবদানের ফলে টীকাকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তাঁদের এই কাজের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়ারও পরামর্শ দেন রাষ্ট্রপতি।

এইমসের অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি এখন দক্ষিণেশ্বরের পথে। সেখানে পুজো দিয়ে, রাজভবনে তিনি রাত্রিবাস করবেন। আগামীকালও রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচী রয়েছেন তাঁর। এরপর তিনি ঝাড়খন্ডের দেওঘরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন