রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বোর্ডের কাছে হলফনামা তলব করেছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা করা যাবে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে ফল প্রকাশের দিন আদালতকে জানানোর জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে রাজ্য সরকারের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে।
উল্লেখ্য, দেরিতে ফল প্রকাশ হলে, এরাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে বলে হাইকোর্টের দ্বারস্হ হন দীপঙ্কর বিশ্বাস নামে এক পরীক্ষার্থীর অভিভাবক।