রাজ্যে শীতের আমেজ থাকলেও আগামী দু তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে

রাজ্যে শীতের আমেজ থাকলেও আগামী দু তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও কলকাতার থেকে তা বেশ কিছুটা কম থাকবে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি কম। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকতে পারে।