রাজ্যে ভোটার তালিকা থেকে কোনো নাগরিকের নাম যাতে বাদ না যায়, রাজ্য সরকার তা নিশ্চিত করবে। বোলপুরে আজ বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ এব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন। ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসারদের এব্যাপারে সতর্ক থাকতে তিনি নির্দেশ দেন।
এদিকে, রাজ্যের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনতে একটি প্রকল্প শুরু কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন। পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সভাপতি সাংসদ শামিরুল ইসলাম এবং শ্রম মন্ত্রী মলয় ঘটককে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে করে দু-এক দিনের মধ্যেই এই নীতি চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন।