রাজ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সুপারির মতো কৃষি পণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির মোকাবিলায় এবার জেলায় জেলায় এগুলি সংরক্ষণের জন্য গোলা ও হাব তৈরি করা হচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্য জুড়ে মোট ৭৫০টি গোলা তৈরি করা হবে শুধু পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য। প্রতিটি গোলায় একসঙ্গে ২৫ টন পর্যন্ত পণ্য মজুত রাখা যাবে। এই প্রকল্পে প্রতি আবেদনকারীর জন্য এককালীন ১ লক্ষ ২৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি, ১৭৬টি গোলা তৈরি হবে। হুগলিতে ১৭৫টি ও উত্তর ২৪ পরগনায় ২৫টি গোলা তৈরি হবে বলে সরকারি পরিকল্পনায় উল্লেখ রয়েছে। এছাড়া সুপারি, আদা ও লঙ্কার মতো পণ্যের জন্য রাজ্য জুড়ে মোট ১০টি ‘পণ্যনির্দিষ্ট হাব’ তৈরি করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হল—আলিপুরদুয়ারের মাদারিহাট কৃষক বাজারে হাব, কামাখ্যাগুড়ির মুখ্য বাজারে কলা ও পেঁপের হাব, দার্জিলিংয়ের শালবাড়ি কৃষক বাজারে আদার হাব, হুগলির পুরশুড়ায় তিলের হাব, মুর্শিদাবাদের রানিনগরে সরষের হাব, হরিহরপাড়ায় লঙ্কার হাব ইত্যাদি।
Site Admin | July 28, 2025 11:35 AM
রাজ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সুপারির মতো কৃষি পণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির মোকাবিলায় এবার জেলায় জেলায় এগুলি সংরক্ষণের জন্য গোলা ও হাব তৈরি করা হচ্ছে।
