মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলে প্লে অফে জায়গা করে নিয়েছে। গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ৫৯ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফে যাওয়া নিশ্চিত করেছে। গুজরাট টাইটানস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়েছে। আইপিএলে আজকে গুজরাত টাইটানস ও লক্ষনৌ সুপার জায়েন্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটাই।
Site Admin | May 22, 2025 10:49 AM
মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলে প্লে অফে জায়গা করে নিয়েছে।
