ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ, এরাজ্যে হলেও, প্রকৃত ভোটারদের নাম কখনোই তালিকা থেকে বাদ পড়বে না বলে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তোষণ রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করছেন বলে হরিয়ানার মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তা একদম সঠিক। শ্রী মজুমদার বলেন, কোন রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী দেশের নির্বাচনী তালিকায় থাকবে না। এর জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনের তা নেওয়া উচিত। রাজ্য সরকার ইচ্ছে করেই বিভিন্ন রাজ্যকে পরিযায়ীদের সম্পর্কে তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে কলকাতার বাগুইআটির উপকণ্ঠ ও নিউটাউন রাজারহাট এলাকা অবৈধ অনুপ্রবেশকারী ও বাংলাদেশিদের বসবাসের আস্তানা হয়ে উঠেছে বলে বিজেপি অভিযোগ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে বলেন, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এইসব অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশাসনের সহযোগিতায় জাল ভারতীয় পরিচয় পত্র ও নথি তৈরি করে দিচ্ছে। পরবর্তীকালে এই অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে।