ব্যাডমিন্টনে, মালয়েশিয়া ওপেনে আজ পিভি সিন্ধুর বিদায়ে শেষ হয়ে গেল ভারতের অভিযান

ব্যাডমিন্টনেমালয়েশিয়া ওপেনে আজ পিভি সিন্ধুর বিদায়ে শেষ হয়ে গেল ভারতের অভিযান। কুয়ালালামপুরে সেমিফাইনালে চিনের ওয়াং ঝি ইয়ের কাছে ১৬-২১১৫-২১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। এর আগেভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফাজার আলফিয়ান এবং মুহাম্মদ ফিকরির কাছে ১০-২১২১-২৩ ব্যবধানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।