বকেয়া ডিএ মেটানো, যোগ্যদের চাকরিতে পূনর্নিয়োগ সহ নানা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন, আজ ‘নবান্ন চলো’ কর্মসূচীর ডাক দিয়েছে। হাওড়া স্টেশনে বেলা ১২ টা নাগাদ জমায়েত হয়ে নবান্নের দিকে তাঁদের এগিয়ে যাওয়ার কথা। এদিকে, এই মিছিলের জন্য পুলিশের তরফ থেকে কোনোরকম অনুমতি দেওয়া হয়নি। এমনকি,আদালত’ও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে বলে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়েছেন।
গনতান্ত্রিক উপায়ে মিছিলে বাধা দিলে পুলিশ অগণতান্ত্রিক কাজ করবে বলে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।
এদিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসা বিক্ষোভকারীদের হাওড়া স্টেশনে যাতে কোনও রকম হেনস্থার মুখে না পড়তে হয় সেই বিষয় নিশ্চিত করতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হাওড়া স্টেশনে যান। তিনি রেল আধিকারিক, আরপিএফ এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে বিরোধী দলনেতা জানিয়ে দেন যে, সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের যদি রাজ্য বা কলকাতা পুলিশ কোনও ভাবে হেনস্থা করে, তাহলে এক ঘণ্টার মধ্যে এসে তাঁরা প্রতিবাদে যোগ দেবেন।