প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাত সফরে যাচ্ছেন। তিন দিনের এই সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ  গুজরাত সফরে যাচ্ছেন। তিন দিনের এই সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজকোট, আমেদাবাদ ও গান্ধিনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচীতেও তাঁর অংশ গ্রহণের কথা।

উল্লেখ্য, সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে , বৃহস্পতিবার শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব। ১০২৬ খ্রিস্টাব্দে  গজনির মাহমুদ সোমনাথ মন্দিরের ওপরে প্রথম  হামলা চালান । সেই আক্রমণের ১ হাজার বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ১৯৫১ সালে পুনর্গঠিত মন্দির উদ্বোধনের ও এবার ৭৫বছর পূর্তি হচ্ছে। স্বাধীনতার পর সর্দার বল্লভ ভাই প্যাটেল , এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন। তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ এর উপস্থিতিতিতে ১৯৫১ য় মন্দিরটি আনুস্থানিকভাবে ভক্তদের জন্যে খুলে দেওয়া হয়।

আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী আজ বিকেলে  সোমনাথে পৌঁছে সেখানে ওমকার মন্ত্র উচ্চারণে অংশ নেবেন। সোমনাথ মন্দিরে ড্রন শো ও প্রত্যক্ষ করবেন তিনি।

আগামিকাল শ্রী মোদী শৌর্য যাত্রায় অংশ নেবেন। যে সমস্ত বীর সেনানী , সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এই পদযাত্রায় তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়াও প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান এবং মন্দির দর্শন ও পূজাতেও অংশ নেবেন।

ওই দিন বিকেলেই প্রধানমন্ত্রী যাবেন রাজকোট এ। সেখানে মাড়ওয়ারি বিশ্ব বিদ্যালয়ে তাঁর  কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের জন্যে ভাইব্রান্ট গুজরাত আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন ও এক সমাবেশে ভাষণ দেওয়ার কর্মসূচী রয়েছে। সম্মেলনে বাণিজ্য প্রদর্শনীরও সূচনা করবেন তিনি।

রাজকোট থেকে প্রধানমন্ত্রী যাবেন আমেদাবাদে। সেখানে সেক্টর ১০ এ থেকে মহাত্মা মন্দির পর্যন্ত মেট্রো পরিষেবার দ্বিতীয় পর্যায়ের বাকি অংশেরও উদ্বোধন করবেন তিনি।

 সোমবার শ্রী মোদী, আমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেইদেরিক মারজ এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা সবরমতি আশ্রম ও পরিদর্শন করবেন, যোগ দেবেন আন্তর্জাতিক ঘুড়ি উৎসবেও ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।