মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 11, 2025 7:44 PM

printer

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর শুধুমাত্র সেনা অভিযানই নয়, এটি ভারতের রাজনৈতিক,সামাজিক ও কৌশলগত ইচ্ছার বহিঃপ্রকাশ।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর শুধুমাত্র সেনা অভিযানই নয়, এটি ভারতের রাজনৈতিক,সামাজিক ও কৌশলগত ইচ্ছার বহিঃপ্রকাশ। আজ তিনি লখনউ-তে ভারচুয়ালি ব্রহ্মস এয়ারোস্পেস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফেসিলিটির উদ্বোধন করে বলেছেন, অপারেশন সিন্দুর, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নিরন্তর লড়াই ও দায়বদ্ধতার পরিচায়ক।শ্রী সিং বলেন, ভারত যখন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে তখন অপরাধীরা সীমান্তের ওপারে প্রভুদের আশ্রয়ে গিয়েও নিস্তার পায় না।

ব্রহ্মস ক্ষেপনাস্ত্র সম্পর্কে তিনি বলেন, ভারত ও রাশিয়ার সেরা প্রযুক্তির মিশ্রণ ঘটিয়ে এই অস্ত্র তৈরি করা হয়েছে।এখন যেমন উত্তরপ্রদেশ প্রয়াগরাজের সঙ্গমের জন্য বিখ্যাত ,তেমনই আর কদিন বাদে  লখনউ-কে প্রযুক্তি সংমিশ্রনের ক্ষেত্র হিসাবে বর্ণনা করা হবে।এখানে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, প্রতিরক্ষা উতপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরতার বিশেষ তাতপর্য রয়েছে।একদিকে যেমন তা নিজেদের ব্যবহারের জন্য অস্ত্র ও সরঞ্জাম উতপাদন করার সক্ষমতাকে তুলে ধরে, আবার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির ক্ষেত্রেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

লখনউ-এর এই নতুন ডিফেন্স করিডোরে আগামীদিনে ৩৪ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলেও মন্ত্রী ঘোষণা করেন। এর মধ্যে ৪ হাজার কোটি টাকার প্রকল্পে ইতিমধ্যেই বিনিয়োগ হয়েছে বলে তিনি জানান। স্বাক্ষরিত হয়েছে, ১৮০টি মউ বা বিনিয়োগ ইচ্ছাপত্র।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।