July 17, 2025 9:25 PM

printer

নতুন দিল্লিতে ২০২৪-২৫ সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারে আজ প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

নতুন দিল্লিতে ২০২৪-২৫ সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারে আজ প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই রাজ্যের সম্ভাবনামায় স্বচ্ছ শহর হিসেবে সম্মান পেয়েছে হুগলির বৈদ্যবাটি। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। আকাশবাণী কে তিনি বলেন, এই পুরস্কার শুধু তার নয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেন এবং তার এলাকার বাসিন্দা প্রত্যেকেরই। ২০১০ সাল থেকেই তারা সবাই মিলে স্বচ্ছতার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন বলেও জানিয়েছেন।