উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের ওপর ঘনীভূত হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম উত্তর-পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। এদিকে মৌসুমী অক্ষরেখা এর রাজ্যের বাঁকুড়া এবং কলকাতার ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত।
Site Admin | July 25, 2025 9:51 PM
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে
