মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 27, 2025 1:31 PM

printer

ট্রেন চালকের তৎপরতায় ডুয়ার্সে রেললাইনের ওপর চলে আসা হাতির প্রাণ রক্ষা পেলো

ট্রেন চালকের তৎপরতায় ডুয়ার্সে রেললাইনের ওপর চলে আসা হাতির প্রাণ রক্ষা পেলো। ডুয়ার্সের বাগরাকোট -সেবক রেললাইনের মাঝে ৭২/৩ পিলারের কাছে গতকাল সন্ধ্যা ৬ টা  থেকে সাড়ে ছটার মধ্যে একটি হাতিকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক উত্তম বড়ুয়া ও সহকারী চালক শুভজিৎ কাজি আপতকালীন ব্রেক কষে ট্রেন থামান। এরপর হাতিটি রেল লাইন থেকে নেমে জঙ্গলের পথ ধরলে ফের ট্রেনটি গন্তব্যে রওনা দেয়।

উল্লেখ্য কিছুদিন আগেই ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।