জ্যাভলিনে দুবারের অলিম্পিক পদক জয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের নীরজ চোপড়া, কাতারের দোহায় ডায়মণ্ড লীগ ম্যাচে দ্বিতীয় স্থান দখল করেছেন। ৯০ দশমিক ২/৩ মিটারের রেকর্ড দূরত্বে বর্শা নিক্ষেপ সত্ত্বেও নীরজকে, জার্মানির জুলিয়ান ওয়েবার পিছনে ফেলে দেন। জুলিয়ান বর্শা নিক্ষেপ করেন ৯১ দশমিক ০/৬ মিটার দূরত্বে।
উল্লেখ্য,তাঁর খেলোয়াড় জীবনে নীরজ এই প্রথম ৯০ মিটারের বেশি দূরত্বে বর্শা ছুঁড়লেন।
এদিকে, মেয়েদের ৩ হাজার মিটার steeplechase ইভেন্টে ভারতের পারুল চউধরি ষষ্ঠ স্থানে শেষ করেছেন। তিনি ৯ মিনিট ১৩ দশমিক ৩/৯ সেকেন্ড সময়ে শেষ করে নিজের আগেকার জাতীয় রেকর্ড ভঙ্গ করেছেন।