কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বিকাশের মূল কেন্দ্র হিসাবে দেখতে চায় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে ৫,৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সক্রিয় হস্তক্ষেপে এরাজ্যে রেলপথের দ্রুত বিস্তার ঘটছে। মেট্রোর মাধ্যমে কলকাতার বেশিরভাগ অংশ যুক্ত করার কাজ চলেছে। পাইপ বাহিত গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে থাকবে বলে শ্রী মোদী জানিয়েছেন।