কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতকে একটি আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে প্রতিটি রাজ্যকে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার ভারতকে একটি আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে কল্পনা করে।   এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি রাজ্যকে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিরুবনন্তপুরমে নিউ ইন্ডিয়া, নিউ কেরালা কনক্লেভ এর উদ্বোধন করে তিনি আয়ুর্বেদ, তথ্য প্রযুক্তি, পর্যটন এবং ক্রীড়া ক্ষেত্রে কেরালার পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি  বলেন, এলডিএফ এবং ইউডিএফ সরকারের কারণে সৃষ্ট রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অধীনে রাজ্যের নতুন নেতৃত্বের প্রয়োজন। তিনি শবরীমালা সোনা চুরি মামলার তদন্ত একটি নিরপেক্ষ সংস্থার কাছে হস্তান্তরের দাবিও জানান এবং দুর্নীতির মামলায় দুই দলই একে অপরকে রক্ষা করছে বলে তিনি অভিযোগ করেন।

 পরে মন্ত্রী রাজ্যের স্থানীয় সংস্থাগুলির নবনির্বাচিত বিজেপি প্রতিনিধিদের সাথে দেখা করেন। এর আগে, তিনি তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে প্রার্থনা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।