মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 22, 2025 1:11 PM

printer

কুয়ালালমপুরে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বী শ্রীকান্ত এবং মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে পৌছেছেন।

কুয়ালালমপুরে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বী শ্রীকান্ত এবং মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে পৌছেছেন। পুরুষদের প্রি- কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত আয়ারল্যান্ডের নাহাত নগুয়েনকে ২৩-২১ , ২১-১৭-য় হারিয়ে দেন।

অন্যদিকে, মিক্সড ডাবলসে ভারতীয় জুটি কপিলা ও ক্রাস্টো ফ্রান্সের জুলিয়েন মাইয়ো  এবং লিয়া পালেরমো জুটিকে ২১-১৭, ১৮-২১, ২১-১৫ তে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছেন।

ভারতের আয়ুষ শেট্টি এবং সতীশ করুণাকরন প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছেন।