কলকাতা পুরসভা আগামী মাস থেকে শহরের হকারদের শংসাপত্র দেওয়া শুরু করবে। গতকাল পুরভবনে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আট হাজারের কিছু বেশি সংখ্যক হকারদের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে QR কোড সম্বলিত শংসাপত্র দেওয়া শুরু হবে এবং পাশাপাশি শহরের বুকে বেআইনি হকার নিয়ন্ত্রণ করতে নিউমার্কেট, চাঁদনী, ধর্মতলা সহ বেশ কিছু স্থানে অভিযান চালাবে পুরসভা। এই সার্টিফিকেটের মাধ্যমে হকাররা সহজেই ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন এবং এতে থাকা কিউআর কোড স্ক্যান করে হকারের পরিচয় সহ আরো নানা তথ্য জানা যাবে।
উল্লেখ্য, স্ট্রিট ভেন্ডিং নিয়ম অনুসারে রাস্তার এক তৃতীয়াংশ, হকারদের ব্যবসা করার জন্য রাখা হয়েছে এবং বাকি অংশ পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য ফাঁকা রাখতে হবে। যারা এই নিয়ম মেনে ব্যবসা করবেন তাদের এই সার্টিফিকেট দেওয়া হবে বলে খবর।