কলকাতাকে নিরাপদতম শহর বলে ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি প্রকাশিত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন আর জি কর হাসাপাতালের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। গতকাল সাংবাদিকদের কাছে তারা বলেন, কিছু ব্যক্তি মানুষকে এই রিপোর্ট দেখিয়ে ভুল বোঝাচ্ছে। কলকাতা শহরে নিজের কর্মস্থলে মেয়েরা অসুরক্ষিত। এমনকি নিপীড়নের শিকার হতে হয় স্কুল কলেজেও। কলকাতা শহরে যে ঘটনা ঘটছে, তার অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ জমা পড়ে না বলে অভয়ার বাবা মা মন্তব্য করেছেন।
এদিকে, এই রিপোর্ট নিয়ে রাজ্যের শাসকদলের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার আকাশবাণীকে জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য প্রশাসন অভিযোগ দায়ের করেনা। একমাত্র জঘন্যতম ঘটনার ক্ষেত্রে অভিযোগ লিপিবদ্ধ করা হলেও তা পোর্টালে তোলা হয় না।
উল্লেখ্য, এনসিআরবি-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী সমীক্ষা করা দেশের মোট ১৯ টি মেট্রো পলিটন শহরের মধ্যে কলকাতায় অপরাধ সবচেয়ে কম বলে উল্লেখ করা হয়েছে। নথিভুক্ত অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের তুলনায় কলকাতায় নারী নির্যাতনের সংখ্যাও কমেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। এই নিয়ে চারবার কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত হল।
 
									 
						 
									 
									 
									