একদিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে রাষ্ট্রপতির দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচীও রয়েছে শ্রীমতী মুর্মূর। এরপর ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
এদিকে, কল্যাণী এইমস অডিটোরিয়ামে আয়োজিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মোট ৪৮ জন শিক্ষার্থীকে এমবিবিএস ডিগ্রী দেওয়া হবে। প্রথম তিন স্হানাধিকারিকে দেওয়া হবে পদক।