উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, সঙ্কটের সময়ে দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলির পাশে ভারত আর থাকবে না। আজ নতুনদিল্লিতে, জয়পুরিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বার্ষিক সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার প্রত্যেক দেশবাসীর রয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পও, নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপরাষ্ট্রপতি, অপারেশন সিন্দুরের অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত সশস্ত্র বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে, জঙ্গিদমনে এই প্রত্যাঘাত, ভারতের শান্তিকামী নীতিকেই প্রতিফলিত করে। জাতীয়তাবাদী চেতনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার এই মানসিকতার শিক্ষা প্রথম দিন থেকেই শিশুদের শেখানো উচিত।
ভারত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কৌশলগত দিক থেকে নতুন মানদণ্ড স্থাপন করেছে বলেও উপরাষ্ট্রপতি মন্তব্য করেন।