আর প্রজ্ঞানন্ধা সুপারবেট চেস ক্লাসিক খেতাব জিতেছেন। রোমানিয়ার বুখারেস্টে তিনি আলিরেজা ফিরোজা এবং ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রেভের বিরুদ্ধে এক উত্তেজনাপূর্ণ টাইব্রেকের পর জয়লাভ করেন। মোট ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় তিন’জন খেলোয়াড়েরই পয়েন্ট ছিল ৫.৫।
Site Admin | May 17, 2025 8:48 AM
আর প্রজ্ঞানন্ধা সুপারবেট চেস ক্লাসিক খেতাব জিতেছেন।
