আজ জাতীয় প্রযুক্তি দিবস। ১৯৯৮ সালে এই দিনে, ভারত সফলভাবে রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমার পরীক্ষা করে। এই দিনটি দেশের অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করিয়ে দেয়। এই দিনেই ভারতের প্রথম দেশীয় বিমান “হংস-3” এর সূচনা। জাতীয় প্রযুক্তি দিবসের উদ্দেশ্য দৈনন্দিন জীবনে প্রযুক্তির ভূমিকা তুলে ধরা এবং যুবকদের বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরিতে উৎসাহিত করা। যখন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈবপ্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করছে, তখন এটি অগ্রগতির এবং উদ্ভাবনের শক্তির স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়ায়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের মানুষের জীবনে যারা ইতিবাচক পরিবর্তন আনার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে যারা অবদান রেখেছেন, সেইসব বিজ্ঞানী, বাস্তুকার ও প্রযুক্তিবিদদের আজ জাতীয় প্রযুক্তি দিবসে দেশ, কুর্নিশ জানায়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী বলেছেন, ১৯৯৮ সালে পোখরানে সফল পরীক্ষা চালানোর জন্য বিজ্ঞানীদের ব্যতিক্রমী প্রয়াসকে আজ সমগ্র জাতি গর্বের সঙ্গে স্মরণ করে। ভারতের ইতিহাসে একে নির্ধারক মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।