May 18, 2025 9:19 AM

printer

আজ আন্তর্জাতিক জাদুঘর বা মিউজিয়াম দিবস।

আজ আন্তর্জাতিক জাদুঘর বা মিউজিয়াম দিবস। এই উপলক্ষে ভারতে পুরাতত্ত্ব সর্বেক্ষণ – এএসআই, গোটা দেশে তাদের অধীনে থাকা সমস্ত মিউজিয়াম এবং স্মারকগুলিতে বিনা মূল্য প্রবেশের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এএসআই ৫২ টি জাদুঘরে বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়ায় জনসাধারণের যোগদান বাড়বে।